মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে তিন দিন ব্যাপি ৫৪ তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া
প্রতিযোগিতা-২০১৭ নজরুল হাউজ চ্যাম্পিয়ন হয়েছে।রানার আপ হয়েছে নজরুল হাউজ।জুনিয়র
গ্রুপে সেরা এ্যাথলেট হয়েছে ক্যাডেট তুহিন ও ক্যাডেট সাকিব।সিনিয়র গ্রুপে সেরা এ্যাথলেট
হয়েছে ক্যাডেট সাব্বির ও ক্যাডেট ফুয়াদ।সার্বিক চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে ফজলুল হক
হাউজ এবং সার্বিক রানার আপ হয়েছে নজরুল হাউজ।আজ শনিবার মির্জাপুর ক্যাডেট কলেজ
ক্যাম্পাসে পুরষ্কার বিতরণ করা হয়।পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মো.
আকবর হোসেন, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি, জি প্লাস, জেনারেল অফিসার কমান্ডিং, ৯
পদাতিক ডিভিশন, সাভার সেনানিবাস, ঢাকা।
প্রধান অতিথির বক্তৃতায় মেজর জেনারেল আকবর হোসেন বলেন, দেশের ক্যাডেট কলেজ বললে মির্জাপুর
ক্যাডেট কলেজের নাম সবার আগে বলতে হয়।দেশ ও জাতি গঠনে মির্জাপুর ক্যাডেট কলেজের ক্যাডেটরা
অগ্রনী ভুমিকা পালন করে আসছে।এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ক্যাডেটদের নিয়ম শৃংখলা,
খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মান দেখে তিনি মুগ্ধ হন এবং প্রশংসা করেন।
এর আগে গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার থেকে কলেজ ক্যাম্পাসে তিন দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা শুরু
হয়।উদ্ধোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মি. বিমান রায়
চৌধুরী।এ সময় কলেজের এ্যাডজুট্যান্ট মেজর আব্দুল মালেক ও মেজর জাকারিয়া ফিরোজসহ কলেজের
শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাডেটরা উপস্থিত ছিলে। বিপুল উৎসাহ উদ্দিপনা ও
বর্নাট্য আয়োজনে তিন দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগতায় ৩০টি ইভেন্টে মির্জাপুর
ক্যাডেট কলেজের ফজলুল হক হাউজ, নজরুল হাউজ ও সোহরাওয়ার্দী হাউজ এই তিনটি হাউজের দেড়
শতাধিক ক্যাডেট বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছিল।