আল মামুন জয়পরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে আড়ম্বরপুর্ন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শনিবার শেষ হলো
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের চার দিনব্যাপী ১১ তম আন্ত: হাউস
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান।
তিনটি হাউসের মধ্যে মোট ১শ জন ক্যাডেট প্রতিযোগী অংশগ্রহন
করে। মোট ২৯ টি ইভেন্টে প্রতিযোগিতায় সিতারা হাউস চাম্পিয়ন
হওয়ার গৌরব অর্জন করে। এবং রানারস আপ হয় তারামন হাউস।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন ১১ পদাতিক
ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মো: মোশফেকুর
রহমান জিওসি । এসময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো:
গোলাম সরওয়ারসহ শিক্ষক ও অভিভাবকরা।