ফরহাদ হোসেন ,সাভার :
সাভারের বক্তারপুর জনসচেতনতামূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক
অনুষ্ঠান করেছে মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলন হেযবুত তওহীদ।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বক্তারপুরে আলোচনা সভা ও
সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভার
পাশাপাশি ছিল মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানও। এতে সঙ্গীত
পরিবেশন করেন মাটি শিল্পগোষ্ঠীর শিল্পীরা।
সভায় হেযবুত তওহীদের সাভার উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক
আবদুস সামাদ এর সভাপতিত্বে ও হেমায়েত হোসেন ও সোহাগ
তালুকদার এ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সাভার বিশ্ববিদ্যালয় কলেজ এর ভাইস প্রিন্সিপাল দিল আফরোজা
শামীম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার পৌর
আওয়ামী লীগ ১নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক খন্দকার মনির
হোসেন, সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন সরকার
এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল আওয়াল কাজী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দিল আফরোজা শামীম বলেন, “মহান
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথমেই শ্রদ্ধাভরে
স্বরণ করছি ৩০ লক্ষ্য শহীদের মহান আত্মত্যাগকে, যার বিনিময়ে আমরা
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।” তিনি বলেন, “আমাদের
এই মানব জাতি আজ শতধা বিচ্ছিন্ন। ব্রিটিশদের ষড়যন্ত্রে যে
সাম্প্রদায়িকতার সৃষ্টি আমাদের মধ্যে হয়েছে তার ফল আজও আমরা
ভোগ করছি। মুসলিম জাতি আজ পৃথিবীর বিভিন্ন স্থানে পদে পদে
অপমানিত-লাঞ্ছিত হচ্ছে। তাই এখনই সময় আমাদের সকলকে ঐক্যবদ্ধ
হয়ে দেশ ও জাতিকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করে একটি
সাম্প্রদায়ীকতা মুক্ত বাংলাদেশ গড়ার।” তিনি সন্ত্রাস-জঙ্গিবাদের
বিরুদ্ধে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার জন্য হেযবুত তওহীদকে
আন্তরিক শুভেচ্ছা জানান।
সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব আলম। তিনি
তার বক্তবে বলেন, “বিশ্বজুড়ে আজ সৃষ্টি হয়েছে ভয়াবহ আতঙ্ক। সবার
মনে আজ বিরাজ করছে ইসলামের প্রতি ঘৃণা ও বিদ্বেষ। এর পেছনে
প্রকৃতপক্ষে সা¤্রাজ্যবাদী শক্তিগুলো কাজ করছে। তারা চায় আল্লাহ-
রসুলের বিরুদ্ধে অপবাদ, অপপ্রচার করে মুসলমানদেরকে উত্তেজিত করে
মুসলমানদেরকে ক্ষেপিয়ে তুলে তাদেরকে দিয়ে ধ্বংসাত্মক কর্মকা-
পরিচালনা করতে।” এর মধ্য দিয়ে তারা প্রমাণ করতে চায় যে,
“মুসলমানরা উগ্র, মুসলমানরা সন্ত্রাসী। তারা চায় মুসলমানদেরকে
সন্ত্রাসী আখ্যা দিয়ে ভয়ানক অস্ত্র নিয়ে হামলার বৈধতা আদায় করতে।
সুতরাং তাদের পাতা এ ফাঁদে পা দেওয়া যাবে না।” তিনি বলেন,
আমরা হেযবুত তওহীদ ২২ বছর যাবৎ বলে আসছি যে, মুসলমানদের
ভূখ-গুলোকে পরিকল্পিতভাবে একটার পর একটা ধ্বংস করে ফেলা হচ্ছে।
আজকে যে দৃশ্য আমরা মিয়ানমারে দেখছি সেই একই দৃশ্য আমরা
সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, লিবিয়াসহ উত্তর
আফ্রিকার বিভিন্ন দেশে দেশে দেখে এসেছি। এই ধ্বংসযজ্ঞ কতদূর
পৌঁছাতে পারে আমরা তা হয়ত কল্পনাও করতে পারি না।
অনষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের সাভার উপজেলার
সভাপতি শফিকুল ইসলাম আরিফ, হেযবুত তওহীদের সাভার উজেলার
সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, মো. মামুন হোসেন, মো.
কাওছারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।