নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারী সাত কলেজ ছাত্র ঐক্য পরিষদ’- এর বিষয়ে কোন বাঁধা নেই ছাত্রলীগের এমনটাই জানালেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন
তিনি আজ ‘ বাংলার প্রতিদিন -কে জানান ‘ এটি একটি অরাজনৈতিক সংগঠন । কাজে এ ধরনের সংগঠনের বিষয়ে আমাদের বাঁধা দেওয়ার প্রশ্নই উঠেনা ছাত্রলীগ -এর ।কারন সংগঠনটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সেহেতু তাঁরা তাদের নিজস্ব গতিতে ও গঠনতন্ত্রে চলবে কেউ বাঁধা দিবে না
এদিকে ঐক্যের আহব্বায়ক “বাংলার প্রতিদিন “কে জানান বাঙালির জাতির অহংকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা দেশ জননী,মাদার অফ হিউম্যানিটি,বাংলার মাটি ও মানুষের স্পন্দন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ স্বাধীন দেশ তাই স্বাধীন দেশে বসবাসকারী মানুষের কিছু নৈতিক, রাজনৈতিক অধিকার রয়েছে সেই অধিকার থেকে এবং সেই সুযোগে বাংলাদেশ প্রায় ১০০ উপরে ছোট বড় রাজনৈতিক সংগঠন রয়েছে ,কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কী কখনও বলেছন কিনা যে ঐ সংগঠন কে অনুমোদন দিছে ,ঐ টা পকেট কমিটি ,ঐ কমিটি দ্রুত ভেঙে দিয়ে আমার সাথে বসতে হবে ।
মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কখনও কাউকে এই বিষয়ে কিছু বলেন নি ,তিনি বলেন সংগঠন নিয়ে কাজ করা তাদের নৈতিক ও রাজনৈতিক অধিকার তাই আমরা কেন বাঁধা দিব তাদের অধিকার অনুযায়ী তাঁরা কাজ করবে ।আর এই জন্যই তিনি বিশ্বের সব প্রধানমন্ত্রীর মধ্যে শান্তিতে তৃতীয় স্থান দখল করে নিয়েছেন ,তিনি এমনি এমনি এই খেতাব পাননি,পেয়েছেন তাঁর মায়া মমতার জন্য যোগ্যতার জন্য ।আর আমি বঙ্গবন্ধুর সৈনিক মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা আমার অহংকার এবং এস এম জাকির ভাইয়ের সমর্থক তারপরও একটি চক্র একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী ছাএ সংগঠন কে ভেঙে দেওয়ার চেষ্টা করছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো কারো অধিকারে বাঁধা দেয়নি তোমরা কেন আমাদের অধিকারে বাঁধা দিবে ।
যদি বঙ্গবন্ধু সৈনিক হয়ে থাকি তবে এই সংগঠন একটু আচ লাগতে দিব না কারন এটা অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন তাই এই সংগঠনের জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া হবে।