সখীপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
বালাদেশ কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী
বলেন, সখীপুরের ফালু চাঁনের মাজারে লাখ লাখ মানুষ আসে শান্তির জন্যে। রাষ্ট্রের
নেতারা যদি তেমন হতে পারতো তাহলে অনেক ভালো হতো। দেশে কত নেতা আছে
কত বড় বড় মানুষ আছে জীবিত কালে তাদের কাছে এত মানুষ যায়না। আমি
স¤্রাট শাহজাহানের কবর, আওরঙ্গজেবের কবর ও নবাব সিরাজ উদ দৌলার কবরে গিয়ে
দেখেছি । বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আগেকার প্রধানমন্ত্রী খালেদা
জিয়া তাদের কাছে জীবিত কালেই এত মানুষ যায়না, মরলে তাদের কবরে বাতি
জ¦ালানোর লোক পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তাই এলাকার নেতা ও রাষ্ট্রের
নেতাদের বলি, রাষ্ট্রের নেতা ও প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে ফালু চাঁন হওয়া অনেক বড়। ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দাড়িয়াপুরের ফালু চাঁন শাহ’র মাজার জিয়ারত
শেষে তিনি একথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন বেগম নাসরিন সিদ্দিকী,
ছেলে দ¦ীপ সিদ্দিকী, মেয়ে কুশি সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতালীগের উপজেলা
সভাপতি আতোয়ার রহমান, সম্পাদক মীর জুলফিকার শামীম, সানোয়ার হোসেন
মাস্টার, কেন্দ্রিয় যুব আন্দোলন আহবায়ক হাবিবুন নবী সোহেল প্রমূখ।