সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ও প্রমোদ মানকিনের মৃত্যুর পর শূন্য হওয়া ময়মনসিংহের দুটি আসনে উপ নির্বাচন হবে ১৮ই জুলাই। নির্বাচন কমিশন বৃহস্পতিবার ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-৩ আসনে উপ নির্বাচন করতে বিস্তারিত তফসিল ঘোষণা করে। এ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ২০শে জুন পর্যন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করতে পারবেন। ২২শে জুন মনোনয়নপত্র বাছাইয়ের পর ২৯শে জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ৩০শে জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর ১৮ই জুলাই ভোট হবে এ দুই সংসদীয় আসনে।