মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি,
“গনতন্ত্র মুক্তিপাক-সকল ষড়যন্ত্র নিপাত যাক” এই শ্লোগান কে সামনে
রেখে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের আ.লীগের মনোনয়ন
প্রত্যাশিদের একাংশ লালপুরে গনতন্ত্র রক্ষ দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও
আলোচনা সভা করেছে।
এ উপলক্ষে শুক্রবার (০৫ জানুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামী যুবলীগের
আয়োজনে বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
এর আগে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড হতে ভিন্ন ভিন্ন ব্যানার নিয়ে
নেতাকর্মীর বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেত হয়। পরে
মনোনয়ন প্রত্যাশি প্রার্থীদের নেতৃত্বিতে আনন্দ শোভাযাত্র টি
ইউনিয়নের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা আ.লীগের সভাপতি ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান
মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে
আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের
সাবেক সংসদ সদস্য ও শেফালি মমতাজ, নাটোর জেলা আ.লীগের সহ-
সভাপতি মাজেদুর রহমান চাঁদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উপদেষ্ঠা
(লেঃ কঃ আবসর প্রাপ্ত ) রমজান আলী, বাগাতিপাড়া উপজেলা আ.লীগের
সভাপতি অধ্যাপক আবুল হোসেন, বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় উপকমিটির
সাবেক সহ-সম্পাদক শামীম আহম্মেদ সাগর, বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয়
উপকমিটির সাবেক সহ-সম্পাদক সিলভিয়া পারভীন লেনি, বাগাতিপাড়া
পাকা ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নায়েজ উদ্দিন, আড়বাব
ইউনিয়ন আলীগের সভাপতি মকলেছুর রহমান, গোপালপুর পৌর আ.লীগের
সভাপতি রুকসানা মর্তুজা লিলি প্রমুখ।
এসময়আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ
বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।