বাংলার প্রতিদিনঃ-
সারাদেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে কনকনে হাড় কাঁপানো ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের ছয় বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ শুক্রবার থেকে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় কুয়াশা পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো।
অনেক জায়গায় সূর্যের দেখা মেলেনি। হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করেছে। নৌ চলাচলও বিঘ্ন ঘটেছে। ঘন কুয়াশার কারণে শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে সাত ঘণ্টা আন্তর্জাতিক রুটের বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। শীতে শিশু ও বৃদ্ধরা নানা রোগব্যাধিতে ভুগছে।
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। এই শৈত্যপ্রবাহ আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে। শ্রীমঙ্গল, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে এবং আশপাশের এলাকায় তা বিস্তৃত হতে পারে। তীব্র ঠাণ্ডায় কোথাও কোথাও কোল্ড ডায়রিয়া দেখা দিয়েছে। শীতে সবচেয়ে বেশি ভুগছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। উত্তরাঞ্চলের জেলাগুলোতে ঠাণ্ডার কারণে নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। মাঠে কাজ করা তো দূরের কথা, দুপুরেও কুয়াশার চাদরে ঢাকা থাকছে রাস্তাঘাট। হেডলাইট জ্বালিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। নিম্ন আয়ের মানুষ ঠাণ্ডা ও ঘন কুয়াশায় কাজে যেতে না পারায় তাদের আয় কমে গেছে। রংপুরে জেঁকে বসেছে শীত। চরাঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শীতবস্ত্র না থাকায় তাদের কষ্ট বেড়েছে। দক্ষিণাঞ্চলেও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সন্ধ্যার আগেই মানুষ ঘরে ফেরার তাড়া শুরু করে।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) এবং ২-৩টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ মাহবুব রশীদ বলেন, যথারীতি মাঘ মাস পর্যন্ত শীত আবহাওয়া থাকবে। তবে এই শীতের মধ্যেই তাপমাত্রা কখনও বাড়বে, কখনও কমবে। তিনি জানান, শুক্রবার দুপুর পর্যন্ত দেশে সবচেয়ে কম তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া কুমারখালীতে ৯ দশমিক ২ ডিগ্রি, সাতক্ষীরা-খুলনায় ১০ ডিগ্রি, যশোরে ৭ দশমিক ২ ডিগ্রি, রংপুরে ৯ ডিগ্রি, দিনাজপুরে ৮ দশমিক ৯ ডিগ্রি, সৈয়দপুরে ১০ ডিগ্রি, রাজারহাটে ৮ দশমিক ৩ ডিগ্রি, বাদলগাছীতে ৯ দশমিক ৫ ডিগ্রি, বগুড়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি, ঈশ্বররদীতে ৭ দশমিক ৫ ডিগ্রি, রাজশাহীতে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠানামা করছে।