আল মামুন জয়পুরহাট জেলা প্রতিনিধি:
হাড়কাঁপানো প্রচন্ড শীতে কাঁপছে উত্তরের জেলা জয়পুরহাট। দিন ভর দেখা
মিলছেনা সুর্যের আলোর। ছিন্নমুল আর খেটে খাওয়া মানুষ পরেছে চরম
দুর্ভোগে। হাসপাতালে বাড়ছে শীত জনিত রুগীর সংখ্যাও।
উত্তরের কনকনে ও তীব্র শৈত্য প্রবাহ আর দিনভর সুর্যের আলো না থাকায়
হাড়কাঁপানো প্রচন্ড শীতে কাঁপছে উত্তরের জেলা জয়পুরহাট। এমন
হাড়কাঁপানো শীতে গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া
ছিন্নমুল আর শ্রমজীবি মানুষ। প্রচন্ড শীত অনুভুত হওয়ায় জনজীবন হয়ে
পড়েছে স্থবির। জরুরী কাজ ছাড়া ঘর ছেড়ে বের হচ্ছেনা সাধারন মানুষ।
জেলা সিভিল সার্জন অফিসার ডা: হাবিবুল আহসান তালুকদার রেজা
জানান, এমন শীতের কারনে হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক সহ ঠান্ডা জনিত
রুগীর সংখ্যা। শিশু ও বয়স্কদের ঠান্ডা এড়িয়ে চলার পরামর্শ দিলেন জেলা সিভিল
সার্জন। তবে শীত জনিত রোগ মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ
জেলা আধুনিক হাসপাতালে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। এদিকে জেলায় কয়েক
দিনের তাপমাত্রা উঠানামা করছে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে
তবে আজ জয়পুরহাটে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রভাবিত হচ্ছে।