রামগঞ্জ প্রতিনিধি:
সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে রামগঞ্জ উপজেলার জয়পুরা এস.আর.এম.এস উ”চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে গতকাল বুধবার সকাল ১১টায় রামগঞ্জ-হাজীগঞ্জ মহাসড়কে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। শতশত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর অংশগ্রহণে দীর্ঘ এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধনে জঙ্গিবাদ, নাশকতা ও সন্ত্রাসবাদের তীব্র প্রতিবাদ এবং চলমান এ সংকট নির্মূলে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ফজলুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ মোস্তফা কামাল, হরিপদ দাশ, সিনিয়র প্রভাষক ফয়েজ আহম্মদ, নুরুল ইসলাম, সহকারী প্রধান মোঃ ফিরোজ খাঁন, প্রভাষক সালমা আক্তার, মেহুরুন নাহার প্রমুখ।