মিরপুর -১০ গোলচক্করের আশে পাশে সমস্ত এলাকা টা হকারদের দখলে ,পথচারী জনগণ নারী পুরুষ যাতায়ত করতে অনেক অসুবিধা হয় ,এমন কোন খালি জাগা নাই যে মানুষ স্বস্তিতে দাঁড়াবে । এই এলাকাতে যত গুলা ফুটফাট আছে সব কয়টি হকার ও দোকানদার দের দখলে আছে । নারী পুরুষ লজ্জাকর অবস্থা একে অপরের সাথে ধাক্কা ধাক্কী করে হাঁটতে হয় । এত ভিড়ের মধ্যে চলা ফেরার কারনে অনেক ছিনতাইকারী সুযোগ পায় ,অনেকের মোবাইল । ব্যাগ ছিন্তাই করে ফালাতে সক্ষম হয় ,এবং পকেট মার হয় দৈনিক মানুষের সর্বস্ব হারাতে হয় । এই ছাড়া ও ট্রাফিক পুলিশ সঠিক যানবাহন নিয়ন্ত্রন করতে ব্যাথ । দৈনিক জ্যাম লেগে থাকে ।দেখা যাচ্ছে এক দিকে ১০ মিনিট বন্দ করে রাখে ,আবার অন্য দিকে ৩ মিনিট বন্দ করে রাখে । এই ভাবে ট্রাফিক আইন চলেনা । খামখেয়ালীপনা সিগ্নাল অসহনীয় অপেক্ষা বিরক্তিকর নিয়ন্ত্রন । এই সব দেখার মত কেহ নাই । জনপ্রতিনিধি কি সেবা দিতেছে জনগণকে ,আর নেতা ও প্রসাশন কার কি দায়িক্ত মনে হচ্ছে এই এলাকার চাঁদাবাজি সবাই মিলেমিশে ভাগকরছে । পথচারীরা বলছে এটা তো মগেরমুল্লুক ,দেশে কোন শাসক নাই মনে হচ্ছে । জনগনের দাবী ফুটফাট হকার মুক্ত চাই ।