পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্ব
শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়ি ও দোকানপাট ভাংচুর করছে কয়েকজন
দুস্কৃতিকারী। জানা যায়, পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের
মোজাহারুল ইসলামের স্ত্রীর সহিত একই এলাকার আজিজুল ইসলামের
জায়গা জমি নিয়ে বিরোধ বাঁধে। এরই প্রেক্ষিতে গত ৮ জানুয়ারী
সোমবার দুপুরে আজিজুল, আমিনুল, মশির, করিমুল সহ কয়েকজন
ব্যক্তি লিপি আক্তারের বাড়িতে অনাধিকার প্রবেশ করে লিপি সহ তার
পরিবারের লোকজনের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে তাকে বেধকর
মারপিট শুরু করে এবং তার বাড়ির সামনে দোকানপাট ভাংচুর করে
মালামাল লুট করে। লিপি আক্তার জীবন বাঁচানোর জন্য চিকৎকার করলে
কয়েকজন এলাকাবাসী এসে তাকে সহ তার পরিবারের লোকজনকে
সন্ত্রাসীদের কবল হইতে উদ্ধার করে। পরে সন্ত্রাসীরা তাকে বিভিন্ন
প্রকার হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। সেই প্রেক্ষিতে লিপি
বেগম ঐ দিনই থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের
পরিপ্রেক্ষিতে পুলিশ দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পরে তাদের লোকজন থানায় এসে বিষয়টি মিমাংসার কথা বললে পুলিশ
আসামীদের ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার পর গতকাল মঙ্গলবার রাত ৯টার সময়
উক্ত ব্যক্তিগণ পুনরায় তার বাড়িতে ঢুকে তার উপর হামলা চালায় এবং
অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে। বর্তমানে লিপি বেগম
গুরুত্বর আহত হয়ে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সন্ত্রাসীদের এহেন কর্মকান্ডে তার পরিবারের লোকজন ভীত হয়ে মানবেতর
জীবন যাপন করছেন। এ বিষয়ে পীরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা
এএসআই শাহাদাত হোসেন জানায়, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে
এবং আগামী ১৬ জানুয়ারী থানায় দুই পক্ষকে হাজির হওয়ার জন্য বলা
হয়েছে।