ঝালকাঠি সংবাদদাতাঃ-বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) উদ্যোগে ঝালকাঠির জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বুধবার পুনর্গঠিত রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির (আঞ্চলিক পরিবহন কমিটি) প্রথম সভা অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান (জেলা প্রশাসক) মোঃ মিজানুল হক চৌধুরী এতে সভাপতিত্ব করেন। বিআরটিএ’র চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ১৯৮৩ সনের মোটরযান অধ্যাদেশ (সংশোধিত) এর ৫৪ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি পুনর্গঠন করেন। একই সাথে ২০০৮ সালে গঠিত আগের কমিটি বাতিল করা হয়।
সভা শুরুতে নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়। ৯ সদস্যের কমিটিতে জেলা প্রশাসক পদাধিকার বলে চেয়ারম্যান এবং বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিঃ)/ মোটরযান পরিদর্শক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার, সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী/উপবিভাগীয় প্রকৌশলী, ঝালকাঠি পৌরসভার মেয়র, যাত্রীবাহী সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিনিধি হিসেবে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার মোঃ শাহ আলম, যাত্রীবাহী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি হিসেবে আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী বাহাদুর এবং গণ্যমান্য ব্যক্তি হিসেবে মাহাবুব হোসেন (চেম্বার সভাপতি) ও হেমায়েত উদ্দিন হিমু (সাংবাদিক)। বেসরকারি সদস্যদের কার্যকাল দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে তিন বছর বহাল থাকবে।
সভায় রুট পারমিটের আবেদন, নতুন রুট, বিভিন্ন রুটে গাড়ি চলাচলের অনুমতি, বিভিন্ন ধরনের গাড়ি রেজিস্ট্রেশন, সমিতি রেজিস্ট্রেশন, সদর কার্যালয়ের আদেশ, সুয়োমটো রুল ০৮/২০১৫ এর আদেশ বাস্তবায়ন, মামলা, যাত্রীসেবা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ ¯’াপনা উ”েছদসহ বিভিন্ন বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার মোঃ শাহ আলম, কমিটির সদস্য সচিব (বিআরটিএর সহকারী পরিচালক) মোঃ শাহ আলম, পৌর মেয়রের প্রতিনিধি তরুণ কুমার কর্মকার, আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী বাহাদুর এবং কমিটির সদস্য মাহাবুব হোসেন, হেমায়েত উদ্দিন হিমু প্রমুখ আলোচনায় অংশ নেন।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মানিকহার রহমান এবং জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির প্রতিনিধিরা উপ¯ি’ত ছিলেন।