সালে আহমেদ,ঢাকাঃ
কনকনে শীতের আবহে জনমানুষের দুর্ভোগও বাড়ছে। প্রচণ্ড শীত ও
কুয়াশায় সমগ্র দেশের মানুষের দৈনন্দিন চলাফেরা অত্যন্ত কষ্টেই
কাটছে। সন্ধ্যা নামতে না নামতেই কুয়াশায় ঢেকে যায় চারদিক। শীত ও
কুয়াশার তীব্রতায় সন্ধ্যার মধ্যে সবাইকে ঘরে বন্দি হতে হয়।
শীতে বৃদ্ধ-শিশুদের কষ্টতা স্বাভাবিকভাবেই বেশি হয়। গ্রামের হতদরিদ্র
অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে তেমন উদ্যোগও চোখে পড়ে না।
দাম বেশি হওয়ার কারনে অসহায় লোকজনকে শীতবস্ত্র ছাড়াই
জীবনযাপন করতে হয়।
"হারবে শীত, জিতবে মানবতা"এই স্লোগানকে সামনে রেখে শীতার্ত কিছু
মানুষের এমন দুর্দশা লাঘব করতে ১২ জানুয়ারি (শুক্রবার) সকাল থেকে
ঠাকুরগাওঁ জেলার তিনশতাধিক শীর্তাত জনপদের মাঝে রাজধানী
যাত্রাবাড়ীর খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
শীত বস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান আসাদ
জামিল , সাধারন সম্পাদক টিপু সুলতান , জনাব হযরতমাওঃমুহাঃইয়াছিন
আলী দাঃবাঃ , আরো উপস্থিত ছিলেন সিনিয়ার সদস্য জনাব হাঃ মাওঃ
হাফিজুর রহমান এবং স্থানীয় নেতৃবৃন্দ
উল্লেখ্য যে, সংস্থাটি দেশের বিভিন্ন দুযোর্গ ও বিপর্যয়ের সময় বিভিন্ন ভাবে
সহযোগিতার হাত বাড়িয়ে মানবিকতাকে উজ্জ্বল করে।