অনলাইন ডেস্কঃ-
ভারতের সুপ্রিম কোর্টে সবকিছু ঠিকঠাক চলছে না বলে মন্তব্য করেছেন দেশটির চার বিচারপতি। তাঁরা বলেছেন, ‘শীর্ষ আদালতের প্রশাসন সঠিকভাবে কাজ করছে না। গত কয়েক মাসে সুপ্রিম কোর্টে এমন কিছু ঘটনা ঘটেছে, যা কাঙ্খিত নয়।’
আজ শুক্রবার দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভারতের সুপ্রিম কোর্টের চার বর্ষিয়ান বিচারপতি। তাঁরা হচ্ছেন বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি এম বি লোকুর, বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি ক্যুরিয়ান জোসেফ। বিচারপতি জে চেলামেশ্বরের বাসভবনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বিচারপতি জে চেলামেশ্বর বলেন, ‘সুপ্রিম কোর্টে সব কিছু ঠিকঠাক করে চলছে না। আমাদের চার বিচারপতির মনে হয়েছে, সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠানের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। দেশের প্রতিও এটা আমাদের কর্তব্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের গোচরে আনা দরকার যে, সবকিছু ঠিকঠাক নেই। আমরা আজ সকালে তাঁর সঙ্গে দেখা করে বিষয়গুলি জানিয়েছি। কিন্ত আমরা তাঁকে কোনওভাবেই বোঝাতে পারিনি, ব্যর্থ হয়েছি।’
বিচারপতি জে চেলামেশ্বর বলেন, ‘সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেভাবে বিভিন্ন মামলার ভার বন্টন, বরাদ্দ করছেন, সেটা একটা ইস্যু। এছাড়াও নানা বিষয় রয়েছে। সুপ্রিম কোর্ট সুরক্ষিত না থাকলে দেশে গনতন্ত্র বাঁচবে না।’
বিচারপতি চেলামেশ্বর আরও বলেন, ‘আমরা চাই না আজ থেকে ২০ বছর পর লোকে বলুক সুপ্রিম কোর্টের চার বর্ষিয়ান বিচারপতি নিজেদের সত্ত্বা বিকিয়ে দিয়েছিলেন। সেই জন্যই আমরা প্রতিবাদ জানাচ্ছি।