মোঃ আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
পার্বতীপুর বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ এর (সিএসআর)
ফান্ড হতে এলাকার বিভিন্ন মসজিদ ও হাফিজিয়া মাদ্ধসঢ়;রাসাসহ ৩৯টি
প্রতিষ্ঠানে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারী সকাল ১০ টায়
বড়পুকুরিয়া কোলমানিং কোম্পানির লিঃ মনমেলা অফিসার্স ক্লাব
চৌহাটি পার্বতীপুর (সিএসআর) ফান্ড হতে এলাকার ৩৯টি প্রতিষ্ঠানে
আর্থিক অনুদানের চেক মোট ৪৭ লক্ষ্য টাকার বিতরণ অনুষ্ঠানে
বড়পুকুরিয়া কোলমানিং কোম্পানি লিঃ এর মহাব্যবস্থাপক আব্দুল মান্নান
পাটয়ারীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক
ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (এম.পি),
বড়পুকুরিয়া কোলমানিং কোম্পানি লিঃ মহাব্যবস্থাপনা পরিচালক ও প্রধান
পৃষ্ঠপোষক প্রকৌশলী হাবিব উদ্দীন আহম্মেদসহ আরো অনেকে। উক্ত
অনুষ্ঠানে আর উপন্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম,এ ওহাব সরকার সহ-
সভাপতি উপজেলা আওয়ামী লীগ ও মোঃ আমজাদ হোসেন যুগ্নসম্পাদক
উপজেলা আওয়ামী লীগসহ অনেকে প্রমুখ।