বাংলার প্রতিদিন ডেস্কঃ- সিলেট-তামাবিল সড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিন বাসযাত্রী নিহত হয়েছেন। আজ সন্ধ্যায় দরবস্ত এলাকার পল্লীবিদ্যুতের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান- শনিবার সন্ধ্যা ৭ টার দিকে যাত্রী নিয়ে সিলেট থেকে জাফলং যাচ্ছিল যাত্রীবাহী বাসটি।
দরবস্তের পল্লী বিদ্যুতের সামনে পৌছা মাত্রা বিপরীত দিক থেকে খাম্বা বুঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসযাত্রী দুই নারী ও শিশু মারা যায়। দুর্ঘটনার পর নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ লাশ তিনটি উদ্ধার করে জৈন্তাপুর থানায় নিয়ে গেছে। দুঘর্টনায় আরও ১০ যাত্রী আহত হয়েছেন। তবে আহতদের মধ্যে কেউ গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।