অাফিফ পেয়ার
বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হেয়াকো সিকদারখিল একতা সংঘের অায়োজনে অাজ বিকাল ৪ টায়, ঐতিহ্যবাহী হেয়াকো খেলাঘর বনাম সিকদারখিল একতা সংঘের মধ্যকার প্রিতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
হেয়াকো খেলাঘর ২( দুই) ও সিকদারখিল একতা সংঘ ০ (শূন্য) গোল করেন। এতে হেয়াকো খেলাঘর ২/০ দু’ শূন্য গোলে বিজয়ী হয়। বিপুল দর্শকদের অংশগ্রহনে ও হাত তালিতে মুখরিত হয়ে উঠে মাঠের পরিবেশ।
হেয়াকো খেলাঘরের অধিনায়ক এম. এ. হায়দার নেতৃত্বে, ১১ সদস্য অংশ নেয়। গোল করেন এম শওকত ও এম ইকবাল হোসাইন, ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন এসট্রায়কার এম ইকবাল হোসেন। সিকদারখিল একতা সংঘের অধিনায়ক এম জহির উদ্দিনের নেতৃত্ব ১১ সদস্য অংশ নেয়।