কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে ৪ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল
বিতরণ করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুড়িগ্রাম জেলা
শাখা।
সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে ঢাকা পঙ্গু
হাসপাতালের সাবে মহাপরিচালক ও বিশিষ্ট অর্থপেডিক সার্জন
প্রফেসর ডাঃ হামিদুল হক খন্দকারের সৌজন্যে এসব কম্বল বিতরণ
করা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিভিল
সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম, ডাঃ সুদীপ কুমার বোস,
স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ
ওমর আলী সরকার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ
নজরুল ইসলাম, ডাঃ জিএম আরিফ প্রমুখ।
পঙ্গু হাসপাতালের সাবেক মহাপরিচালক ডাঃ হামিদুল হক খন্দকার
জানান, উত্তারাঞ্চলের সীমান্ত ঘেষা কুড়িগ্রাম জেলায় প্রতিবছরই
শীতের মাত্রা বেশি থাকে। এবার শীতের মাত্রা বেশি হওয়ায় এ জেলার
অসহায় মানুষেরা কষ্ট বেশি পাচ্ছে। এজন্য অসহায় মানুষের পাশে
সামান্য হলেও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। এ চেষ্টা
আগামীতেও অব্যাহত থাকবে।