মোঃ শরীফ হোসেন,জেলা প্রতিনিধি:-
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীদের থেকে চূড়ান্ত প্রার্থী নির্বাচিত করার লক্ষে হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের সাথে গত কাল বাদ যোহর অফিস কক্ষে যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি হযরত মাওঃ মুজ্জামিলুল হক, সেক্রেটারি শেখ মুহাঃ জয়নাল আবেদিন, মুজাহিদ কমিটির ছদর মোঃ শাহজাহান মোল্লা, ইসলামী আন্দোলন জেলা অর্থ সম্পাদক মুহাঃ মামুনুর রশিদ বেলাল, ইশা ছাত্র আন্দোলন জেলা সাধারণ সম্পাদক মুহাঃ মহসিন হোসেন।
এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন হাজীগঞ্জ উপজেলা সভাপতি জনাব মোরশেদ মিয়াজী, সংসদ সদস্য পদপ্রার্থী হযরত মাওঃ যোবায়ের আহমাদ,হাফেজ মোঃ শাহাদাত হোসেন প্রধানীয়া সহ স্হানীয় নেতৃবৃন্দ।
উক্ত বৈঠকে আরো উপস্থিত ছিল ইসলামী যুব আন্দোলনের আহবায়ক হাফেজ মোঃ শাহাদাত হোসেন,যুগ্ন আহবায়ক হাফেজ মোঃ আঃ কাদের।ইশলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ নুরে আলম সিদ্দিকী,সহ-সভাপতি মোঃ আরীফ হোসেন, সেক্রেটারি হাফেজ মোঃ শাহাজালাল মোল্লা ও ইউনিয়ন পর্যায়ের দ্বায়িত্বশীল সহ শত শত নেতা কর্মী বৈঠকে উপস্থিত ছিল।