হারুনোর রশিদ ঢাকা: রাজধানীর দারুস সালাম থানাধীন ছোট দিয়াবাড়ী এলাকায় ঘরের খাটের নিচ থেকে খাদিজা জান্নাত নামে চার বছরের এক শিশুর জবাই করা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (০৩ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে দারুস সালাম থানা পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ বাংলার প্রতিদিনকে জানান, বুধবার বিকেল ৫টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। সংবাদ পেয়ে পুলিশ অভিযান শুরু করে। এক পর্যায়ে রাত আড়াইটার দিকে প্রতিবেশী রাকিব (১৪) নামে এক কিশোরের ঘরের খাটের নিচ থেকে শিশুরটি মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাকিবকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ময়না তদন্তের জন্য শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।