বেনাপোল প্রতিনিধি:
ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্টের আšতর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল
থেকে আজ শনিবার সকালে একটি পরিত্যক্ত স্কুলব্যাগ থেকে ৪৬ হাজার টাকার
নতুন ২ টাকার নোট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
৪৯ বিজিবির কমান্ডিং অফিস্ধাসঢ়;র লে. কর্ণেল আরিফুল হক জানান, বেনাপোল
চেকপোস্ট দিয়ে বিপুল পরিমান বাংলাদেশী ২ টাকার নতুন নোট পাচার হয়ে ভারতে
যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি দল আšতর্জাতিক
প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায ৪৬ হাজার টাকার
নতু দুই টাকার নোট উদ্ধার করা হয।
উদ্ধারকৃত টাকা বেনাপোল বন্দর থানায জমা দেওযা হয়েছে। উদ্ধার কৃত টাকা
বেনাপোল কাস্টমস হাউজে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট
থানায় একটি মামলা হযেছে।