সোহেল রানা,হিলি(দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের নবাবগন্জ উপজেলায় সমাজ
কল্যাণ মন্ত্রনালয়ের অথার্য়ানে বুধবার বিকেলে উপজেলার ৭০টি প্রতিবন্ধী
শিক্ষার্থীর মাঝে ২লাখ ২১হাজার ৪শত টাকার চেক বিতারন করেন সংসদ সদস্য
জনাব শিবলী সাদিক।এসময়,উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের
চেয়ারম্যান,মো:নুরেআলম সিদ্দিকি,উপজেলা নিবার্হী অফিসার মো:বজলুর
রশিদ,উপজেলা সমাজ সেবা কর্মকতা মো:রোকনুজ্জামান, উপজেলা মহিলা ভাইস
চেয়ারম্যান পারুল বেগম।এছাড়াও একই দিনে উপজেলায় পল্লী উন্নয়ন,সন্চয়
ব্যাংক উদ্ভোদন করেন জনাব শিবলী সাদিক এমপি।এসময় উপজেলা আওয়ামীলিগের
নেতৃত্ববৃন্দ ও মিড়িয়াকর্মীসহ অন্যনোরা উপস্থিত ছিলেন।চেক বিতারন ও
উদ্ভোদন শেষে শিবলী সাদিক এমপি বলেন,সরকার শিক্ষাকে ব্যাপক উন্নতি করার
জন্য প্রস্তুতি নিয়েছেন,মেধাবী গরিব শিক্ষর্থীরা জেনো লেখাপড়া থেকে ঝরে
না পরে সে জন্য অনেক পদক্ষেপ গ্রহন করেছেন,মেধাবী শিক্ষার্থীরা দেশের
সম্পদ,এসময় উপজেলা নিবার্হী অফিসার বলেন,ইতিমধো আমরা ১শ মেধাবী
শিক্ষার্থীর মাঝে ২লক্ষ টাকা বিতারন করেছি।