সোহেল রানা,হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
চাকুরী জাতীয় করনের দাবীতে দিনাজপুরের হিলিতে ৩দিন ব্যাপী
অবস্থান কর্মসূচী পালন শুরু করেছে কমিউনিটি ক্লিনিকে
কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগন
(সিএইচসিপি)।
কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ কমিউনিটি হেলথ
কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এ্যসোসিয়েশন
হাকিমপুরের আয়োজনে গত শনিবার সকাল থেকে হাকিমপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের সামনে অবস্থান নিয়ে তারা ৩দিন
ব্যাপী অবস্থান কর্মসূচী পালন শুরু করেন।
বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার
(সিএইচসিপি) এ্যসোসিয়েশন হাকিমপুরের সভাপতি
মো.সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, রেজাউল
করিম, হাসানুজ্জামান, খোকন কর্মকার, নাদিরা পারভীন,
কিছমতআরাবেগম প্রমুখ।
এতে বক্তারা বলেন, বর্তমানে কমিউনিটি হেল্ধসঢ়;থ কেয়ার
প্রোভাইডারগন (সিএইচসিপি) প্রকল্পের অধিন কাজ করছে।
২০১৩ সালে তাদের চাকুরী রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করার উদ্যোগ
নিলেও তা আজো বাস্তবায়িত হয়নি। অবিলম্বে কমিউনিটি হেলথ
কেয়ার প্রোভাইডারগনের (সিএইচসিপি) চাকুরী জাতীয় করনের
দাবী জানান, চাকুরী জাতীয় করণ না হওয়া পর্যন্ত আন্দোলন
চালিয়ে যাবেন তারা