মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট):- জয়পুরহাটের পাঁচবিবিতে ঘন
কুয়াশা ও তীব্র শৈত্যপ্রবাহের কারনে চলতি মৌসুমের ইরি-বোরো
বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। বিগত আমন মৌসুমে পর পর দু দফা বন্যার কারনে
আমন ধানের আশানুরুপ ফলন না পাওয়ার কারনে এবার আগে ভাগেই ইরি-
বোরো বীজতলা তৈরীর কাজটা সেরে ফেলেন। কিন্তু গত কয়েক দিনের ঘন
কুয়াশা ও তীব্র শৈত্যপ্রবাহের কারনে ইরি-বোরো বীজতলা নষ্ট হওয়ার ফলে
এবার উপজেলায় ইরি-বোরো চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
এতে কৃষকের বুকভরা আশা ক্রমশঃ হতাশায় নিমজ্জিত হচ্ছে।
কৃষকরা জানান, এ অঞ্চলে সিংহভাগ সময় ঘন কুয়াশার আচ্ছাদনে ঢাকা
পড়ে যাচ্ছে প্রকৃতি। বৈরী আবহাওয়ার কারনে ইরি-বোরো বীজতলা
স্যাঁতঁেসতে ও বিবর্ণ আকার ধারন করে মরে যাচ্ছে। সালুয়া গ্রামের পবন
চন্দ্র বলেন, গত কয়েক দিন ধরে তীব্রশীত আর ঘন কুয়াশায় বীজতলা নষ্ঠ হয়ে
যাচ্ছে। এসব বীজতলার ধানের চারা ইতিপূর্বে একই সময়ে ৫ থেকে ৭
ইঞ্চি লম্বা ও তরতাজা ধারন করলেও টানা শীতের কবলে পড়ে এবার ধানের
চারাগাছের উপরিভাগে লালচে আকার ধারন করছে এবং ক্রমানয়ে লালচে আকার
ধারনকারী চারা গুলো মরে যেতে শুরু করছে।
অনেকেই ইরি-বোরো বীজতলার চারার রক্ষার্থে পলিথিন দিয়ে ঢেকে দিয়ে
রাখছেন।