মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) :-জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার
পারুইল এলাকার শালবাগান থেকে জুয়া খেলার দায়ে আওয়ামীলীগ নেতা সহ দুইজনকে ৭
দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের
বিচারক রাজিবুল আলম এ রায় দেন।
সাজাপ্রাপ্ততরা হলেন- উপজেলার তাজপুর গ্রামের মৃত কাজেম আলীর ছেলে ও ধরঞ্জী
ইউপি’র ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিম হোসেন (৩৩) এবং
কড়িয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম।
পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, রোববার
দিবাগত রাতে উপজেলার শালবাগান নামক স্থানে এক দল জুয়ারী জুয়া খেলছিল, এমন
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের
পেয়ে অন্যান্য জুয়ারীরা পালিয়ে গেলেও ওই ২ জনকে আটক করা হয়।
পরে সোমাবার বিকেলে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদের ৭ দিনের কারাদন্ড
দেন ওই আদালতের বিচারক। আদালতের নির্দেশে সাজাপ্রাপ্তদের জয়পুরহাট জেল হাজতে
প্রেরণ করা হয়েছে।