মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারে অনলাইন
ভিত্তিক সংগঠন না না নাগরি সব সময় সেবামূলক কাজ করে। এই প্রতিষ্ঠানটি
সূর্যের হাসি ক্লিনিককে সাথে নিয়ে ধারাবাহিক ফ্রি স্বাস্থ্য চিকিৎসা সেবা
ও ঔষধ বিতরনের আয়োজন করে আসছে। এছাড়াও সংগঠনটি সমাজ সেবামূলক অনেক কাজ
করছে।
অনলাইন ভিত্তিক সংগঠন না না নাগরির কিছু উদারমনা সদস্যদের আন্তরিকপূর্ণ
সার্বিক ও অার্থিক সহযোগীতা, কবি স’লিপকের অক্লান্ত পরিশ্রম ও সূর্যের
হাসি ক্লিনিক মৌলভীবাজারের ম্যানেজার মাহমুদুর রহমান রাজিবসহ
স্টাফবৃন্দদের উৎসাহপূর্ণ আন্তরিকতায় আজ অনেকেই মুগ্ধ। প্রতিটি গ্রামের
তরুণরা যদি তাদের মতো মন মানসিকতা সম্পন্ন হতো এবং এসব কাজে এগিয়ে আসতো,
তাহলেই আমাদের এ দেশটি সুখি সমৃদ্ধ সোনার বাংলায় রূপান্তরিত হতে পারতো।
না না নাগরি’র এডমিন বৃটেন প্রবাসী কে, এম, জহির হোসেন মনসুর বলেন,
বেশকিছু ইউপিতে আমরা ইতিমধ্যে কাজ করেছি। পর্যায়ক্রমে জেলার প্রতিটি
ইউনিয়নের হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই সেবা পৌছে দেয়া হবে। গত বছরও
মাসকান্দিতে আমরা ক্যাম্পইন করেছি, এবারও করছিস কারণ এই গ্রামে
হতদরিদ্রের সংখ্যা বেশি।
আগামী (২৭ জানুয়ারি) শনিবার সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত মৌলভীবাজার
সদরের ৯নং আমতৈল ইউপির পশ্চিম মাসকান্দি গ্রামস্থ শীতন বাবুর বাড়িতে না
না নাগরি, হাবীগোষ্ঠী ছিলটী, এশকের খেলুয়া ও বায়োমেট্রিক এর যৌথ আয়োজন ও
সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্প
সফল করতে চিকিৎসা প্রদান ও আন্তরিক সহযোগীতা করছে সূর্যের হাসি ক্লিনিক
মৌলভীবাজার।
আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক মৌমাছি কন্ঠ, মৌলভীবাজার
টুডে ডট কম, দেশেরবার্তা২৪.কম, বাংলার প্রতিদিন, শিলহটি হাউক, মন মানুষের
মিলন মেলা ও সালেহ’স সার্কেল। ক্যাম্পে উপস্থিত রোগীদের মধ্যে মা ও
শিশুদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হবে। মা ও শিশুদের জটিল সমস্যা
থাকলে তা বাছাই শেষে মৌলভীবাজার সূর্যের হাসি ক্লিনিকে রেফার করে
স্বপ্লমূল্যে উন্নত চিকিৎসা প্রদান করা হবে।
এ ছাড়াও মহিলা ও পুরুষদের সার্বিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসা,
ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদানসহ প্রাথমিক ঔষধাদি সরবরাহ করা হবে।
এছাড়া ক্যাম্প উপলক্ষ্যে বিশেষ ছাড়কৃত মূল্য মাত্র ২০ টাকায় রক্তের গ্রুপ
পরীক্ষা করানো যাবে। মাসকান্দিসহ আশপাশ গ্রামের সন্তানসম্ভবা মহিলারা
সেবা গ্রহণ করার সুযোগ পাবেন বলে সূর্যের হাসি ক্লিনিক মৌলভীবাজার
কমিউনিটি সাপোর্ট গ্রুপের সভাপতি ও না না নাগরি’র প্রতিষ্ঠাতা এডমিন কবি
স’লিপক জানিয়েছেন।