ছলিম উল্লাহ, নিজস্ব সংবাদ দাতা ঃ –-রাজধানী ঢাকাতে সকল রুটে বাস যাত্রিদের সাথে হেল্পার ,ড্রাইভার সাথে দৈনিক হাতাহাতি ও ধাক্কাধাক্কি হচ্ছে ,অভিল সই নিয়ে হয় , অনেক সময় যাত্রির জন্য দাঁড়িয়ে থাকে ,যেখানে সেখানে বাস দাঁড়িয়ে থামিয়ে যাত্রী উঠা নামা করে , কিছু লোকাল যাত্রীদের কে উঠতে দেয় না বেশি ভাড়া জন্য ,মিরপুর -১০ নং থেকে টঙ্গি আব্দুল্লাহ পুরের যাত্রী ছাড়া , মিরপুরের -১২ ও রাস্তার মাঝা মাঝি যাত্রী তুলে না , বাসে উঠতে চাইলে হেল্পার ধাক্কা মেরে বাস থেকে ফেলে দেয় , এতে অনেক যাত্রী আহত হয় , প্রতিবাদ করলে ,বলে এইটা অমুক নেতার গাড়ি ,অমুক মন্ত্রির গাড়ি কি করতে পারবি , হুমকি ধমকি হরহামেশা দিচ্ছে যাত্রিদের কে , যাত্রিরা অপমানিত ও নাজেহাল হতে হয় ,এই বাসের লেবার দের কাছ থেকে । আবার দেখা যাচ্ছে তর্কবিতর্কে কারনে বাস মালিকের লোকদের ডেকে এনে যাত্রীদের মেরে আহত করে , অনেক নিরিহ যাত্রী এই সব নির্যাতনের স্বীকার হয় , এদের কে পরে সনাক্ত করা যায় না দ্রুত স্থান ত্যাগ করে বলে কোন আইনি পদেক্ষেপ নেয়া যায় না । অভিল নিয়মের গাড়ি গুলা বেশি সমস্যা করে ,সিটিং সার্ভিস নামে যাত্রী হয়রানি অতিরিক্ত যাত্রী ও যাত্রী দের নিকট বেশি ভাড়া আদায় করে , প্রতিবাদ করতে গেলে ও যাত্রী মার খাইতে হয় ।, অভিলের দোহায়ই দিয়ে এই সব অনিয়ম ,দিন দিন যাত্রী হয়রানি বাড়ছে । একেক সময় বাসে ভিতরে খালি থাকলে উঠায় না , কেহ মিরপুর-১০ থেকে কাজী পাড়া ,আগারগাঁও যেতে চাইলে বলে ২০ টাকা ভাড়া লাগবে মজবুরি ভাড়া আদায় , রুট পারমিট কি আছে না আছে যাত্রীরা তো জানে না , নানাবিধ উপ্যায়ে যাত্রী ভোগান্তি স্বীকার ও হয়রানী ,নাজেহাল হতে হয় । এই যেন মগেরমুল্লক তাদের জন্য জোরজার মুল্লুক তার । যাত্রীরা এমন সব অনিয়ম থেকে বাঁচতে চায় ,এবং রুট পারমিট কি আছে না আছে বাসে চাট লাগানো দরকার ,জনগণ যেন জানতে পারে । বাসে যাত্রিদের নিরাপত্তা পাওয়া , ও যাত্রীরা হয়রানি বন্দ সহ সকল অনিয়মের অবসান চায় ।