বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার রাজধানীতে নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার বগুড়ায় আইন কর্মকর্তা নিয়োগ বিএনপি-জামায়াতপন্থি ১০৭ জন অতি বৃষ্টির কারণে লালমনিহাট জেলায় বন্যা নিম্ন অঞ্চল প্লাবিত বগুড়ায় ট্রাক পরিবহনের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার আত্মসাৎ ও মামলা টিএমএসএস সদস্যদের (RAISE) প্রকল্পের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দীর্ঘ ১৩ বছর পর আইনি লড়াইয়ের মাধ্যমে চাকুরী ফেরত পেলেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিত্যক্ত চুল পুনরায় ব্যবহারের মাধ্যমে ভাগ্য বোনার চেষ্টা আদিতমারীর নারীদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম

সিটিং সার্ভিস বাসে যাত্রিদের হয়রানি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ৩৮৩ বার পড়া হয়েছে

  ছলিম উল্লাহ, নিজস্ব সংবাদ দাতা  ঃ –-রাজধানী ঢাকাতে  সকল রুটে বাস যাত্রিদের সাথে হেল্পার ,ড্রাইভার সাথে   দৈনিক হাতাহাতি ও ধাক্কাধাক্কি  হচ্ছে ,অভিল সই নিয়ে হয় ,  অনেক সময় যাত্রির জন্য দাঁড়িয়ে থাকে ,যেখানে সেখানে বাস দাঁড়িয়ে থামিয়ে যাত্রী উঠা নামা  করে , কিছু  লোকাল যাত্রীদের কে উঠতে দেয় না  বেশি ভাড়া জন্য ,মিরপুর -১০ নং থেকে টঙ্গি আব্দুল্লাহ পুরের যাত্রী ছাড়া , মিরপুরের -১২ ও রাস্তার মাঝা মাঝি যাত্রী তুলে না , বাসে উঠতে চাইলে হেল্পার ধাক্কা  মেরে বাস থেকে ফেলে দেয় , এতে  অনেক যাত্রী আহত হয় , প্রতিবাদ করলে ,বলে এইটা অমুক নেতার গাড়ি ,অমুক মন্ত্রির গাড়ি  কি করতে পারবি , হুমকি ধমকি হরহামেশা দিচ্ছে যাত্রিদের কে  , যাত্রিরা  অপমানিত ও নাজেহাল হতে  হয় ,এই বাসের লেবার দের কাছ থেকে । আবার দেখা যাচ্ছে তর্কবিতর্কে কারনে বাস মালিকের লোকদের ডেকে এনে যাত্রীদের মেরে আহত করে , অনেক  নিরিহ যাত্রী এই সব নির্যাতনের স্বীকার হয় , এদের কে পরে সনাক্ত করা যায় না দ্রুত স্থান ত্যাগ করে  বলে কোন আইনি পদেক্ষেপ নেয়া যায় না ।  অভিল নিয়মের গাড়ি গুলা বেশি সমস্যা করে ,সিটিং সার্ভিস নামে যাত্রী হয়রানি  অতিরিক্ত যাত্রী  ও যাত্রী দের  নিকট বেশি ভাড়া আদায় করে , প্রতিবাদ করতে গেলে ও যাত্রী মার খাইতে হয় ।, অভিলের দোহায়ই  দিয়ে এই সব অনিয়ম  ,দিন দিন  যাত্রী হয়রানি বাড়ছে । একেক সময় বাসে ভিতরে খালি থাকলে  উঠায়  না , কেহ মিরপুর-১০ থেকে  কাজী পাড়া ,আগারগাঁও যেতে চাইলে বলে ২০ টাকা ভাড়া লাগবে মজবুরি ভাড়া আদায়  , রুট পারমিট কি আছে না আছে যাত্রীরা তো  জানে না , নানাবিধ উপ্যায়ে যাত্রী  ভোগান্তি স্বীকার  ও হয়রানী ,নাজেহাল হতে হয় । এই যেন  মগেরমুল্লক তাদের জন্য জোরজার মুল্লুক তার । যাত্রীরা  এমন সব অনিয়ম থেকে বাঁচতে চায় ,এবং রুট পারমিট কি আছে না আছে বাসে চাট লাগানো দরকার ,জনগণ যেন জানতে পারে । বাসে যাত্রিদের নিরাপত্তা পাওয়া , ও যাত্রীরা  হয়রানি  বন্দ সহ সকল অনিয়মের অবসান চায় ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451