স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হবেন।
আজ বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।
উপসচিব মো. ইলিয়াস হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাবেদ পাটোয়ারীর নিয়োগ ৩১ জানুয়ারি থেকে কার্যকর হবে। ওই দিন বর্তমান আইজিপির মেয়াদ শেষ হবে।
বিসিএস ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগ দেন। তাঁর চাকরির মেয়াদ রয়েছে ২০২০ সাল পর্যন্ত।
গত নয় বছর পুলিশের বিশেষ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জাবেদ পাটোয়ারী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’র তথ্য সংগ্রহে জাবেদ পাটোয়ারী বিশেষ ভূমিকা রাখেন।