প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:-
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও পৌর শাখার
আহবায়ক শেখ শহিদুল ইসলামের মৃত্যুতে গত বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে
এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহের সভাপতিত্বে
আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও
গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.
মুশফিকুর রহমান বাবুল, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মো. মামরুজ্জামান শাহ,
যূগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক
সম্পাদক মো. আতাউ রহমান মিল্টন, মো. আশরাফুল আলম ডাবলু, মো. মানিক
রতন, মিজানুর রহমান ভ্ধূসঢ়;ট্ট, সৈয়দ মেহেদী হাসান রুবেল, যুবলীগের ভারপ্রাপ্ত
সভাপতি রাজেন্দ্র প্রসাদ শর্মা সম্ভু, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম মওলা
রঞ্জু, ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি মিঠুন চৌধুরী, সাধারণ সম্পাদক
মেহেদী হাসান প্রমূখ।
প্রধান অতিথি’র বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো.
মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, দলের জন্য নিবেদিত এবং নির্লোভ
কর্মী হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত খাঁটি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে শেখ
শহিদুল ইসলাম কাজ করে গেছেন। দলের দুর্দিনে সকল প্রকার ভয়ভীতিকে উপেক্ষা
করে রাজপথে থেকেছেন আপোষহীনভাবে। দল ক্ষমতায় থাকলেও শেখ শহিদুলের কোন
চাওয়া পাওয়া ছিল না দলের কাছে। তার জীবনের যা কিছু চাওয়া পাওয়া ছিল তার
সবটাই দল যেন বার বার ক্ষমতায় এসে দেশকে একটি অসাম্প্রদায়িক সোনার
বাংলা গড়ে তোলেন শেখ হাসিনা। শেখ শহিদুলকে অনুসরণ করে আওয়ামীলীগসহ
এর অঙ্গ সহযোগী সকল সংগঠনের প্রত্যেকটি কর্মীকে নিজের চাওয়া পাওয়া
থেকে দুরে থেকে দলকে সংগঠিত করে আগামীতে আবারও নৌকাকে জয়ী করে শেখ
হাসিনা প্রধানমন্ত্রী করতে কাজ করতে হবে। তাহলেই শহিদুল ইসলামের প্রতি
প্রকৃত শ্রদ্ধা ও স্মরণ করা হবে।