মোহাম্মদ মোজাম্মেল হক, মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-
বাংলাদেশে নিযুক্ত ভারতয়ি হাইকমিশনার মি. হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ ভারতেতর এক অকৃতিম
বন্ধু।তিনি বলেন, বাংলাদেশ-মিয়ানমার রোহিঙ্গা সংকট নিরসনে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে যে চুক্তি
স্বাক্ষরিত হয়েছে, ভারত সময় তা বাংলাদেশের পক্ষে অবস্থান করবে।আগামী জাতীয় সংসদ নির্বাচনে, সকল
রাজনৈক দলের অংশ গ্রহনে নিরপেক্ষ ও সুষ্ঠু গ্রহনযোগ্য সুন্দর একটি নির্বাচন হলে তা সবার জন্য মঙ্গল
বয়ে আনবে।তবে বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারত কখনোই হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে
তিনি জানিয়েছেন।তিনি আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রনদতা প্রসাদ সাহার
প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ, কুমুদিনী নাসিৃং স্কুল এন্ড
কলেজ এবং ভারতেশ্বরী হোমস পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে এসব কথা বলেন।
সকালে ভারতীয় হাইকমিশনার ও তার প্রতিনিধি দলে কুমুদিনী কমপ্ধেসঢ়;্রক্ধেসঢ়;্র এলে কুমুদিনী পরিবারের
সদস্যগন তাদের ফুলের শুভেচ্ছা জানান।কুমুদিনী লাইব্রেরী মিলনায়তনে চা চক্রের পর তিনি ভারতেশ্বরী হোমস
পরিদর্শনে গেলে এ সময় ছাত্রীরা তার সম্মানে মনোজ্ঞ ড্রিসপ্লে প্রদর্শন করেন।এরপর তিনি কুমুদিনী
কমপ্লেক্ধেসঢ়;্রর বিভিন্ন সেবাধর্মী ইউনিট ঘুরে দেখে।্ধসঢ়;এসময় কুমুদিনী ওয়েল পেয়ার ট্রাস্টের নির্বাহী
ব্যবস্থাপক রাজিব প্রসাদ সাহা, পরিচালক প্রতিভা মুৎসুদ্দি, শ্রীমতি সাহা, সম্পা সাহা, কুমুদিনী
হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দারসহ কুমুদিনী পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।