শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইল ঃ
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নড়াইল জেলা
আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের
আয়োজনে শুক্রবার (২৬ জানুয়ারী) বিকালে শহরের পুরাতন বাসটার্মিনাল
এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি
অ্যাডভোকেট সুবাস বোসের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের
সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলুর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন
প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য পীযুষ কান্তি
ভট্টাচার্য্য, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর
রহমান এমপি, সাংগাঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন এম
পি, সদস্য এস এম কামাল, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক
মুক্তি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি
এ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর
বিশ^াস, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফান, সাধারন
সম্পাদক শেখ আশরাফুজ্জামান মুকুল প্রমূখ। এসময় জেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, নড়াইল-২ আসনের সাবেক
সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এস কে আবু বাকের, জেলা
আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ,
লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু,
নড়াগাতী থানা আওয়ামীলীগের সভাপতি মফিজুল হক সহ অন্যান্য
নের্তৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। বক্তারা, আগামী জাতীয় সংসদ
নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক তৎপরতা জোরদার সহ নির্বাচনী
কাজ শুরুর আহবান জানান। সমাবেশ শুরুর আগে বিভিন্ন এলাকা থেকে
আসা নেতাকর্মীরা মিছিল সহকারে যোগদান করেন। সমাবেশে জেলার
তিনটি উপজেলার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।