ঢাকা: বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বন্ধ করে দেওয়া লালমাটিয়ার পিস ইন্টারন্যাশনাল স্কুলের সঙ্গে কারা জড়িত- তা জানতে চেয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয় বলছে, ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক পিস ইন্টারন্যাশনাল স্কুলের অনুমোদন দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ঢাকা শিক্ষা বোর্ডের কাছে এ স্কুল সম্পর্কে চেয়ে বৃহস্পতিবার (০৪ আগস্ট) চিঠি দিয়েছে।
চিঠিতে বলা হয়, ওই স্কুলকে কিসের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে, কারা এর সঙ্গে সংশ্লিষ্ট- এ বিষয়ক সব তথ্যাদিসহ নথির সংশ্লিষ্ট অংশ আগামী তিন দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করা হলো।
গত ২ আগস্ট লালমাটিয়াসহ সারা দেশে পিস স্কুলের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় সরকার।
রাজধানীসহ বিভিন্ন স্থানে থাকা পিস স্কুলগুলোর ব্যাপারে পদক্ষেপ নেয় ঢাকা শিক্ষাবোর্ড।
স্বাধীনতা বিরোধীরা পিস স্কুলগুলোর সঙ্গে জড়িত বলে বুধবার এক অনুষ্ঠানে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বন্ধ প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের দায়-দায়িত্ব স্কুল কর্তৃপক্ষকেই নিতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী।