হেলাল শেখঃ জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্ম বিশ্বাসের অপপ্রয়োগের বিরুদ্ধে করণীয় প্রসঙ্গে সংবাদকর্মীদের সঙ্গে আলোচনা সভা করেছে মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলন হেযবুত তওহীদ। আজ সোমবার সকাল ১০ টায় সাভার প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা সাংবাদিক পরিষদের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক বরুন ভৌমিক নয়ন। সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন সরকার, সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, এনটিভি’র সিনিয়র সাংবাদিক জাহিদুর, দৈনিক বজ্রশক্তি পত্রিকার নির্বাহী সম্পাদক মো. শফিকুল আলম ওখবাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের সাভার উপজেলা সাধারণ সম্পাদক সোহেল তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব আলম। সভায় প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই মানবতার কল্যাণে হেযবুত তওহীদের নিঃস্বার্থ কার্যক্রমের প্রসংশা করেন। তিনি দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও ধর্ম বিশ্বাসের অপপ্রোয়োগ দূরীকরণে হেযবুত তওহীদের সাথে কাজ করার আশ্বাস দেন। তিনি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ার জন্য সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকল বক্তাগণ হেযবুত তওহীদের দেশব্যাপী নিঃস্বার্থ কার্যক্রমকে সাধুবাদ জানান। সভায় মুখ্য আলোচকের বক্তব্যে রিয়াদুল হাসান বলেন, আমরা কেউই চাই না আমাদের দেশে সন্ত্রাস-জঙ্গিবাদ বা সাম্প্রদায়িকতার জন্ম হোক। আমরা প্রতিনিয়ত একটি শান্তিপূর্ণ সমাজের স্বপ্ন দেখি। আমরা হিন্দু-মুসলিম এক হয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষ এদেশে বসবাস করতে চাই। কিন্তু একথাও সত্য যে, আমাদের দেশে সম্প্রতি সন্ত্রাস-জঙ্গিবাদের উত্থান হয়েছে। সাম্প্রদায়িকতার বিষবাষ্পও আমাদেরকে প্রতিনিয়ত ঘিরে রাখছে। এক শ্রেণির স্বার্থান্বেষী ষড়যন্ত্রকারী আমাদের দেশের সাধারণ মানুষদের ধর্ম বিশ্বাসকে ভুল খাতে প্রবাহিত করছে। তিনি বলেন, কিন্তু আর নয়। এখন সময় এসেছে সচেতন হওয়ার। আমাদেরকে সচেতন হতে হবে সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্ম ব্যবসা, ধর্ম নিয়ে অপ-রাজনীতিসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে। পশ্চিমারা জঙ্গিবাদের ধুয়ো তুলে একের পর এক মুসলিম ভূখ-গুলোকে ধ্বংস করে দিচ্ছে। বোমা মেরে উড়িয়ে দিচ্ছে তাদের ব্যবসা-বাণিজ্য, বসতবাড়ি ইত্যাদি। এমতাবস্থায় আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের দেশেও যে তারা হানা দিবে না, তার নিশ্চয়তা কি? তিনি বলেন, অতএব আমাদেরকে আর ঘরে বসে থাকলে চলবে না। হেযবুত তওহীদ দেশের মানুষকে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কিন্তু একাজ একা হেযবুত তওহীদের কাজ নয়। আপনাদের সকলকে একাজে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলার প্রতিদিন এর মফস্বল সম্পাদক, দৈনিক বজ্রশক্তির ঢাকা জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি হেলাল শেখ, হেযবুত তওদীদের সাভার উপজেলার সভাপতি শফিকুল ইসলাম আরিফ, হেযবুত তওহীদের সাভার উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস ছামাদসহ সাভার, আশুলিয়া ও ধামরাই প্রেসক্লাবের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।