স্পোর্টস ডেস্কঃ-
দুই হাতে খুব বেশি জায়গা খালি রাখেননি বিরাট কোহলি। উল্কিতে ঢেকেছেন দুই বাহু। ঠিক যেমন নিজের ক্রিকেট ক্যারিয়ারটাকে ঢাকছেন রেকর্ডের চাদরে। দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষ টেস্টের দুই ইনিংসে হালটা ধরেছিলেন বেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে অনেকটা একাই জেতালেন ভারতকে। ঘরের মাঠে প্রোটিয়ারা পুড়েছিল কোহলির আগুনে।
কোহলির একটা আফসোস কিন্তু থাকতেই পারে। অভিষেকের পর এখন পর্যন্ত থেকে খেলতে যেতে পারেননি পাকিস্তানে। যদি চিরপ্রতিদ্বন্দ্বীদের মাটিতে খেলতে পারলে শতক গড়ার একটা রেকর্ডে ছাড়িয়ে যেতে পারতেন তাঁরই ‘আদর্শ’ শচীন টেন্ডুলকারকে!
ওয়ানডেতে কোহলির বাকি ছিল দুই দেশের বিপক্ষে শতক পাওয়া। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেয়ে গেলেন। ৩৩তম সেঞ্চুরিটা তুলে নিয়ে মোট নয় দেশে তিন অঙ্ক ছোঁয়ার রেকর্ডে শচীনকেও ছুঁয়ে দিলেন ভারতীয় দলনায়ক।তালিকায় সনাথ জয়সুরিয়াও রয়েছেন কোহলি আর শচীনের সঙ্গে। ভাগ্যিস, পাকিস্তানে এখনো যাননি কোহলি। তাহলে ষোলকলা পূর্ণ করে ফেলতে পারতেন।
কোহলির নীলরঙা ভারতীয় জার্সিটার পেছনে নম্বারটা ‘১৮’। শতকটা হাঁকিয়েই ক্যামেরায় ইশারা করেছিলেন জার্সির নাম্বারটা। রান তাড়া করতে নেমে জেতা ম্যাচে এই রানম্যাশিনের ১৮তম শতক ছিল যে। মোট ২০বার লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সেঞ্চুরির দেখা পেলেন এ নিয়ে, আর তাতে মাত্র দুটি ম্যাচে ভারতকে এনে দিতে পারেননি জয়।
সৌরভ গাঙ্গুলি দলনেতা হিসেবে সবচেয়ে বেশি শতক হাঁকানোর রেকর্ডটা করে রেখেছিলেন নিজের। সে রেকর্ড আর বেশিদিন থাকছেনা তা বোঝাই যাচ্ছে। থাকবেই বা কিভাবে, কোহলি যে ছুটছেন রেকর্ডের নেশায়। ১৪২ ইনিংসে সৌরভ ১১ সেঞ্চুরির রেকর্ডটা মাত্র ৪১ ইনিংসেই ছুঁয়ে দিলেন কোহলি। সাবেক অধিনায়ককে ছাপিয়ে যাওয়াটা এখন শুধুই সময়ের অপেক্ষা।
তবে কোহলি গড়ে দিয়ে যাবেন যে রেকর্ড, সেটা ছোঁবেন কে? সময়ই জানিয়ে দেবে উত্তর। সবুজ ঘাসের ক্যানভাসে ততদিন ব্যাটকে তুলি বানিয়ে চলতে থাকুক বিরাট ‘দ্য রেকর্ড’ কোহলির উইলোটা। সেই তুলির আঁচড়ে আসুক আরও কিছু দুর্দান্ত রঙিন ছবি।