সোহেল রানা,হিলি(দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলি
সীমান্তে যার্ব-১৩ সদস্যরা এক অভিযান চালিয়ে ৪০০টি ইয়াবা,৪৬ বোতল
ফেনসিডিল,৪ বোতল মদসহ ১ জনকে আটক করে।যার্ব-১৩ সূত্রে জানা যায়,বুধবার ৩
আগষ্ট বিকেলে যার্ব-১৩ সদস্যরা চোরাচালান ও অপরাধমূলক তৎপরতা রোধে
অভিযান চালাতে হিলি সীমান্তে আসে।এসময় মাদকেরমুজুদ ও বেচাকেনার খবর পেয়ে
হিলি(হাকিমপুর) পৌরসভার চন্ডিপুর গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে আবু বক্কর
সিদ্দিকের(৫৫) বাড়িতে অভিযান চালায়।এসময় তার শোবার ঘর থেকে ৪০০পিচ
ইয়াবা,৪৬ বোতল ফেনসিডিল,ও ৪টি মদের বোতল উদ্ধার করে।এসময় বাড়ির মালিক আবু
বক্কর সিদ্দিককে আটক করে গাইবান্দায় যার্ব-১৩ ক্যাম্পে নেওয়া হয়
পরবর্তীতে মামলাপূর্বক তাকে হাকিমপুর থানায় সোর্পদ করা হয়।