মোঃ আব্দুর রহিম, জেলা প্রতিনিধি (মৌলভীবাজার) : মৌলভীবাজারের শ্রীমঙ্গল
রেলওয়ে সড়কটি দীর্ঘ দিন খানাখন্দ থাকায় চলাচলে দূর্ভোগ পুহাতে হচ্ছে
সাধারণ মানুষ ও শ্রীমঙ্গলে আসা পর্যটকদের প্রতিদিন ঘটছে দূর্ঘটনা এনিয়ে
অনলাইল সহ সাপ্তাহিক ও দৈনিক পত্রিকা গুলোতে লেখালেখির কমনি না থাকলেও
কাজ হয় নি দীর্ঘ দিনের খানাখন্দ সড়কের কাজ।
সরেজমিন দেখা যায়, শ্রীমঙ্গল রেলওয়ে সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বড়
বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় যানবাহন অত্যন্ত ঝুঁকি
নিয়ে চলাচল করছে। রেলওয়ে স্টেশন মসজিদ এর পাশ থেকে পেট্রল পাম্প এলাকা
পর্যন্ত সড়কটির একই অবস্থা। পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে
এলাকাবাসী জানান, কয়েক বছর ধরে রেলওয়ে চলাচলের সড়কটি ব্যবহার অনুপযোগী
হয়ে পড়েছে। এ সড়কটি এলাকাবাসী,পর্যটক ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ।
এই সড়ক দিয়ে প্রতিদিন শতশত ছোট-বড় যানবাহন চলাচল করে। খানাখন্দে ফলে এ
সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। রাস্তার এ অবস্থার করণে মাঝেমধ্যে যানবাহন
বিকল হয়ে রাস্তায় পড়ে থাকে ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এতে চরম
দুর্ভোগে পড়েন পথচারী এবং এলাকার ছেলেমেয়েরা স্কুল-কলেজে সময় মতো
পৌঁছাতে পারে না। রেলওয়ে বসবাসরত অটোরিকশা চালক শামীম জানান, স্টেশন
থেকে পেট্রল পাম্প পর্যন্ত প্রচুর ভাঙ্গা যার কারণে মাঝেমধ্যে গাড়ি বিকল
হয়ে পরে যার ফলে সারাদিন বসে থাকতে হয় এবং পথচারী সাহেদ মিয়া বলেন,
রাস্তাটি আমাদের পর্যটক নগড়ির জন্য লজ্জাজনক বলে জানান।
শ্রীমঙ্গল চা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. চেরাগ আলী ( মাষ্টার) বলেন,
কর্তৃপক্ষ জানিয়েছেন রাস্তাটির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। অবশেষে
সংস্কারের জন্য উদ্বোধন করেন স্থানীয় সাংসদ। সড়কটির সংস্কার কাজ শুরু করা
হয় রেলওয়ে কর্তৃপক্ষ এর উদ্দেগ্যে এখন সংস্কার কাজটি নতুনবাজারের মুখ
পর্যন্ত সংস্কার করা হবে। কিন্তু সেখান থেকে পেট্রল পাম্প এলাকা পর্যন্ত
বাকি অংশের সংস্কার কাজ হচ্ছে না।
সওজ কর্তৃপক্ষ বলছে, এ সড়ক পৌরভার অধীনে আর পৌরসভা বলেন এটা সওজের সড়ক।
শ্রীমঙ্গল পৌরসভা মেয়র মহসীন মিয়া (মধু) বলেন, পৌরসভার সড়কগুলো প্রতিবছর
কাজ করা হচ্ছে বাকী রাস্তা গুলো সড়ক ও জনপথ বিভাগের। এগুলো মেরামতের
দায়িত্ব তাদের। মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিন্টু
রঞ্জন দেবনাথ বলেন, প্রধান সড়ক গুলোতে নিয়মিত কাজ চলছে ধীরে ধীরে বাকী
সড়ক গুলো ঠিক করার ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে বন্ধ করে দেয়া হয় রেলওয়ে সংস্কারের প্রধান সড়কটি জানা যায়, স্থানীয়
কিছুমহল সড়কের কাজে অনিয়ম হচ্ছে বলে ধাবি জানালে কাজটি বন্ধ করেদেন
কর্তৃপক্ষ এতে করে সড়কে বিছানো কংকিট আর বালি খানাখন্দের চেয়ে বেশি
ভোগান্তিতে পরেছে পথচারী সাধারণ মানুষ ব্যবসায়ী গণ কংকিট আর ধূলিকণার
জন্য স্থানীয় দোকান মালিক ও দোকানীগণ জানান রাস্তার ধূলি কণা উড়ে পরিবেশ
দূষিত করছে ফলে ব্যবসার পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে তাই সমস্যার সমাধান
করে রাস্তাটি সংস্কার কাজ অতি দূর্ত যাতে হয় তার জন্য সংশ্লিষ্ট
কর্তিপক্ষকে সকল মহলের পক্ষ হইতে অনুরোধ জানাচ্ছি।