শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-
গাজীপুরের শ্রীপুর এক কৃষক পরিবারের বসতবাড়ী ভাংচুর করে জমি
দখল করার অভিযোগ পাওয়া গেছে। জমি দখলে বাঁধা দেয়ায় এক
গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। গৃহবধূ
আমিনা খাতুন (৬০) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
করা হয়েছে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি
উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মৃত আব্দুল বারেকের
স্ত্রী। এ ঘটনায় আমেনা খাতুনের ছেলে মোস্তফা বাদী হয়ে শ্রীপুর
থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে জানা যায়, আমেনা খাতুন পৈত্রিক ওয়ারিস সূত্রে মালিক
হয়ে নামজারি করে বসতবাড়ি নির্মাণ করে ভোগদখলে আছেন।
সম্প্রতি আমেনা খাতুনের ভাই মৃত মুনজুর আলীর কাছ থেকে
গাজীপুরের টঙ্গী এলাকার ব্যবসায়ী নাজমুল আহসান ও ইকবাল
হোসেন জমিটি ক্রয় করেছেন বলে দাবি করে। নাজমুল ও ইকবাল দুই ভাই
তাদেরকে বসত বাড়ি থেকে উচ্ছেদ করতে স্থানীয় লোকজনের
সহযোগিতায় বসতবাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এতে বাঁধা দিলে
আমেনা খাতুনকে পিটিয়ে গুরুতর আহত করে। তার আর্তচিৎকারে
আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
আমিনা খাতুন জানান,দ্বিতীয় দফায় ২৮জানুয়ারি রোববার দুপুর
১২টার দিকে ৮/১০জনের একটি দল নিয়ে পুনরায় হামলা করে বসতবাড়ি
ভাংচুর করে গরু ছাগল ও হাস মুরগী নিয়ে যায়। এ সময় বাঁধা দিতে
এলে হামলাকারীরা আমার ছেলে মোস্তফা ও কলিম উদ্দিনসহ আমরা প্রাণ
ভয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত নাজমুলের সাথে মুঠোফোনে একাধিক বার
যোগাযোগ করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান,
জমি বিরুধের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত
ব্যবস্থা নেয়া হবে।