অনলাইন ডেস্কঃ-
শেয়ারবাজারে সাম্প্রতিক দরপতনে গুজবকেই আবারও দায়ী করলেন শীর্ষ ব্রোকারেজরা। তারা বলছেন, গুজবের কারণেই এই পরিস্থিতি ঘটছে।আজ রোববার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) যৌথ উদ্যোগে শীর্ষ ৩০ ব্রোকারদের নিয়ে জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন বিএমবিএ ও ডিবিএ সভাপতি।
ডিএসইতে অনুষ্ঠিত এ বৈঠকে ডিবিএ, বিএমবিএ ও শীর্ষ ব্রোকারেজ হাউজগুলোর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ডিবিএ সভাপতি মোস্তাক আহমেদ সাদেক বলেন, আজকের বৈঠকে শীর্ষ ৩০ ব্রোকারেজ প্রতিনিধিদের বক্তব্য শুনেছি। তাদের বক্তব্যের ভিত্তিতে বলা যায়, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিছক গুজবের কারণে হয়েছে।