হেলাল শেখ, ফরহাদ হোসেন ,সাভার:-
ঢাকার সাভার উপজেলার বিভিন্ন হাট বাজারে ও মাছের আড়ৎ এর কথিপয় অসাধু
ব্যবসায়ি বিষাক্ত ফর্মালিনযুক্ত বিভিন্ন মাছ ও জেলিযুক্ত পুশ চিংড়ি এবং নিষিদ্ধ
রাক্ষসী পিনাহা (চাঁন্দা) মাছ যেখানে সেখানে বিক্রি করা হচ্ছে এই তর্থ্যে
বিভিন্ন এলাকায় অভিযান চলছে।
৫ ফেব্রæয়ারী ২০১৮ইং সকালে সাড়ে ৮ টার দিকে সাভার উপজেলার মৎস্য কর্মকর্তা
ফারহানা আহম্মদ ও হারুন অর রশিদসহ মৎস্য কর্মকর্তাগণ উপজেলার আশুলিয়া থানার
নয়ারহাট মৎস্য আড়তে অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি জেলিযুক্ত পুশ চিংড়ি জব্দ
করেন। পরে জব্দকৃত ভেজাল মিশ্রিত চিংড়ি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিনিষ্ট করা
হয়।
জানা গেছে, সাভার উপজেলার বিভিন্ন এলাকায় কথিপয় অসাধু মৎস্য ব্যবসায়িরা
ভেজাল মিশ্রিত চিংড়ি ও রাক্ষসী পিনাহা এবং বিদেশী মাগুর মাছ অবাধে বিক্রি
করছে, সেই সাথে সরকার কর্তৃক নিষিদ্ধ ইলিশের জাটকা দশ ইঞ্চির নিচে ইলিশ
মাছ বাজারে দেখা যায় চোখে পড়ার মতো। এ বিষয়ে জানতে চাইলে মৎস্য অফিসার
হারুন বলেন, আমাদের অভিযান অব্যহত রয়েছে।