প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:-
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো.
মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র গরুর খামার থেকে লুট হওয়ার ১২দিন পর ১০টি
বিদেশি গাভীর মধ্যে ৪টি গাভী উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ফুলবাড়ী থানা পুলিশ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার একটি
গরুর খামার থেকে লুট হওয়া গাভী উদ্ধারসহ গাভী লুটের ঘটনার সাথে জড়িত থাকার
অভিযোগে ৫জনকে আটক করা হয়েছে। তবে লুট হওয়া অন্য গাভীগুলো উদ্ধারসহ তদন্তের
সার্থে আটক ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করছে না পুলিশ।
এদিকে গণশিক্ষা মন্ত্রী লুট হওয়া গাভী উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে গতকাল মঙ্গলবার
সকাল থেকেইড উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি ও লুট হওয়া গরু উদ্ধারের জন্য
গরু মালিকরা থানা চত্বরে ভিড় জমান। মন্ত্রীর গাভীর মতোই তৎপরতা চালিয়ে তাদেরও
গরুগুলো পুলিশ উদ্ধারে প্রচেষ্টা চালানোর জন্য পুলিশ প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের
কাছে দাবি জানান।
গণশিক্ষা মন্ত্রীর খামারের গাভী লুট হওয়ার পূর্বে উপজেলার বিভিন্ন এলাকা
থেকে শতাধিক গরু চুরি ও দস্যুতায় লুট হওয়ার অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট ইউপি
চেয়ারম্যানগণ। গণশিক্ষা মন্ত্রীর খামারের গাভী লুট হওয়ার মাত্র ১১দিন গত ১৪জানুয়ারি
(রবিবার) দিবাগত রাতে উপজেলার এলুয়ারি ইউনিয়নের নবগ্রামে মিজানুর রহমান
মন্ডলের বাড়ি থেকে নছিমন লাগিয়ে ১০টি গরু লুট করে নিয়ে যায় দুস্যুরা।
একইভাবে বেজাই গ্রামের মকলেছার রহমানের ৪টি, কুদ্দুস মন্ডলের ৪টি, শাহাজাহান
মন্ডলের ১টি, বানাহার গ্রামে ২টি, চিন্তামন গ্রামের ইসলামের ১টি, অ¤্রবাড়ি
গ্রামের তৈয়ব আলী ৩টি গরুসহ উপজেলার এলুয়ারি, বেতদীঘি,কাজিহাল, খয়েবাড়ি,
শিবনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। গরু
চুরি ঠেকাতে ইতোমধ্যে কৃষকরা পালাক্রমে রাত জেগে গ্রাম ও বাড়ি পাহারা দিচ্ছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, গণশিক্ষা মন্ত্রীর
গরু খামারের গরু লুটের ঘটনার পর থেকে এ পর্যন্ত গাভী উদ্ধারসহ দস্যুদের আটকের
জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পাটগ্রামের এক গরু
খামারে অভিযান চালিয়ে মন্ত্রীর লুট হওয়া ১০টি গাভীর মধ্যে ৪টি উদ্ধার করাসহ
৫জনকে আটক করা হয়েছে। অন্যগুলোও উদ্ধারের অভিযান চলছে। তবে অ¤্রবাড়ি গ্রাম
থেকে চুরি যাওয়া ৩টি গরু চুরি ঘটনার পরদিনই পাঁচবিবিহাট থেকে উদ্ধার করা
হয়েছে। এসব ঘটনায় এ পর্যন্ত ৯জনকে আটক করা হয়েছে। তদন্তের সার্থেসহ অন্য
গরুগুলো উদ্ধারের জন্য আটক ব্যক্তিদের নাম পরিচয় গোপন রাখা হচ্ছে।
উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের (্ধসঢ়;ব্র্যাক
অফিসে সংলগ্ন) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের চামরাগুদা (ফকিরপাড়া)
এলাকার গরুর খামারে গত বৃহস্পতিবার (২৫জানুয়ারি) দিবাগত রাতে এক দুর্ধর্ষ
ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল খামারের কেয়ারকেটকারকে বেঁধে রেখে ট্রাক
লাগিয়ে ১৫লাখ টাকা মূল্যের ১০টি বিদেশি গাভী লুট করে যায়। ঘটনার রাতে মন্ত্রী
ফুলবাড়ী শহরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন। #