সেলিম হায়দার,তালা
সাতক্ষীরা তালায় এসপা প্রকল্পের আওতাধীন আঞ্চলিক পর্যায়ে স্টকহোল্ডার কর্মশালা ও পটগান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংগঠন আশ্রয় ফাউন্ডেশন, আইডব্লিউএফএম ও বুয়েটের যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুন। মাল্টিমিডিয়ার মাধ্যমে বিষয় ভিত্তিক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মোঃ মুনসুর রহমান। আশ্রয় ফাউন্ডেশনের বনশ্রী ভান্ডারীর পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, তালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সামছুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাদীউজ্জামান প্রমুখ। আশ্রয় ফাউন্ডেশন কর্মকর্তা শেখ রবিউল ইসলাম, লুৎফর রহমান, মিজানুর রহমান,শেখ আল হেলাল ছাড়া মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের নেতৃবৃন্দ। কর্মশালার শুরুতেই অনুষ্ঠিত হয় পটগান।