কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ-উজান থেকে নেমে আসা বন্যার পানি এবং অমাবস্যার জোয়ারের প্রভাবে ঝালকাঠির কাঠালিয়ায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনধরে সুগন্ধা ও বিষখালী নদীতে জোয়ারের পানি বিপদ সীমার ৩০ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার জেলার নিুাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে জোয়ারের পানি প্রবেশ করায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দুপুরে জোয়ারের পানি ডুকে তলিয়ে গেছে সোনারা বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস রুম। প্লাবিত এলাকায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। অপরদিকে আমুয়া নদীর ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যাওয়ায় যান চলাচল ব্যহত হচ্ছে। নদীর তীরবর্তী ও ভাংগন কবলিত উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের রগুয়ার চড়, রগুয়ার দড়ি চড়, তালগাছিয়া, জয়খালী চিংড়াখালী, মশাবুনিয়া, জাঙ্গালিয়াসহ ১০টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার রাস্তাঘাট ডুবে পানি প্রবেশ করায় বাসা-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে পানি বন্দী হয়ে পড়েছে অসংখ্য পরিবার। চরম দূর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা।