স্পোর্টস ডেস্কঃ-
ভালো খেলেও সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ফল না আসলে বৃহস্পতিবার থেকে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া ২য় ও শেষ টেস্টে ফল আসবে বলে আশাবাদী টাইগারদের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্ট শুরুর আগের দিন সেই আশাবাদই ফুটে উঠল তার মুখে।
বুধবার স্টেডিয়ামের মিডিয়া কক্ষে সাংবাদিকদের মুখোমুখী হয়ে অধিনায়ক বলেন, ‘চট্টগ্রামে আমরা যেভাবে আক্রমণাতক মানসিকতা নিয়ে খেলেছি, মিরপুরেও তেমনই খেলব। আশা করছি, মিরপুরে অন্তত ড্র হবে না। এখান থেকে বোলাররাও সুবিধা আদায় করতে পারবে।’
মিরপুরের পিচে যে দু’দিন বাদেই স্পিনাররা টার্ন পাবেন, সেটা একরকম নিশ্চিত। প্রতিপক্ষ শিবিরে রঙ্গনা হেরাথের মতো স্পিনাররা থাকাটা সেদিক দিয়ে একরকম আতঙ্কের। তার পরও রিয়াদ মনে করেন, ব্যাটসম্যানরা যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারেন, তাহলে প্রতিপক্ষে কে থাকল, কে থাকল না-সেটা কোনো ব্যাপার নয়।
রিয়াদ এদিন পরিষ্কার জানিয়েই দিয়েছেন, মিরপুরের পিচে স্পিনারদের টার্ন পাবেনই।
তবে রিয়াদ মনে করিয়ে দিয়েছেন, চট্টগ্রামের মতো হাজার হাজার রান এখানে আসবে না। মিরপুরের টেস্টগুলোতে সাধারণত কম স্কোর হয়ে থাকে। এবং এখানে ব্যাটসম্যানদেরই বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।
আর সে কারণেই এ টেস্টে একাদশ সাজানো নিয়ে কিছুটা কৌশলী হতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
লংকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে হারার পর টেস্ট সিরিজ জয়টা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। টাইগারদের ড্রেসিংরুমও এই টেস্ট জয়ের জন্য মুখিয়ে আছে। লংকার বিপক্ষে এ পর্যন্ত ১৯ টেস্টের একটিতে জয় পেয়েছে টাইগাররা। ছয়টি ড্রর পাশাপাশি ১৫টিতে হার। তবে যে দল লংকায় গিয়ে গেল মার্চে ১-১ সিরিজ ড্র করতে পারে, সেই দল ঘরের মাঠে লংকার বিপক্ষে সিরিজ জেতা অসম্ভবত কিছু নয়- এমনই জোরালো একটি বিশ্বাস এ মুহূর্তে তাতিয়ে রেখেছে বাংলাদেশের ড্রেসিংরুম।