সুখের আশায়
সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম
সুখের আশায় মনে মনে যতই করি কল্পনা।
একটি ভূলের কারনে পাই যে শুধু যন্ত্রনা।
ভূল না হয় আমার -ই- ছিল না পারিলে সহিতে।
তোমার কথা মনে পরলে না পারি যে ভূলিতে।
দিনের শেষে নিশি যখন হয়,
তখনই মন মোর ভেঙে পরে ব্যকুলতায়।
তুমি ছাড়া আমার হৃদয়টা বড় শূন্য,
শূন্য হৃদয়ে তুমিই দিতে পার পরিপূর্ন।
ওগো দুঃখ দিওনা তুমি যে আমাকে,
তাহলে সুখী হতে পারবনা আমি এ ভবেতে।
তুমি যদি হারিয়ে যাও এ হৃদয় থেকে,
কি ভাবে খুজে পাব আমি যে তোমাকে।