শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ধনুয়া
দক্ষিণ পাড়া নতুন বাজার হাজ্বী জনাব আলী জামে মসজিদের
মোয়াজ্জেম হাফেজ হাফিজুর রহমান (৩০) এর উপর হামলার ঘটনায়
এক যুবককে আটক করা হয়েছে।
(১১ ফেব্রæয়রি ) রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধনুয়া
দক্ষিণ পাড়া নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করেন শ্রীপুর
থানা পুলিশ।
আটক কৃত যুবক শরীয়দপুর জেলার ডামুড্যা উপজেলার আদাসন
গ্রামের মুজিবুর রহমানের ছেলে মো. সজীব মিয়া (১৬)।
বর্তমানে তার মা বড় ভাই ছোট বোনসহ দীর্ঘ চার বছর যাবৎ
উপজেলার ধনুয়া দক্ষিণ পাড়া নতুন বাজার এলাকার জাবেদ আলীর
বাড়িতে ভাড়া থাকেন।
হাজ্বী জনাব আলী জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ হাফিজুর
রহমান জানান,প্রায় সময় সজীব আমার আযান দিতে নামাজ
পড়াতে বাধাঁ সৃষ্টি করতো,কেও কিছু বললে তার সাথেই খারাপ
ব্যবহার করতো সজিব, রোববার বাদ মাগরিব হঠাৎ মসজিদের ভিতরে
বটি দা নিয়ে হাজির হয় সজিব পরে তার আচার আচরন খারাপ
দেখে মসজিদ থেকে আমি দৌড়ে মাঠে যাওয়ার সাথে সাথে
আমার উপর দা দিয়ে কোপ দিতে চায়। পরে আমার ডাক চিৎকারে
আশে পাশের মানুষজন এগিয়ে এস তাকে ধরে আটক করে রাখে।
সজীবের মা মমতাজ বেগম বলেন,আমার ছেলে বেশ কয়েকদিন ধরে
পাগলামী করতেছে,আমার ছেলের মাথায় কিছুটা সমস্যা
রয়েছে,টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছিনা। আমি
তিন ছেলে মেয়ে নিয়ে চার বছর ধরে এই এলাকায় বসবাস
করতেছি। ভালুকার একটি কারখানায় সুইং অপারেটর হিসাবে
কর্মরত আছি।
শ্রীপুর থানার এস আই সৈয়দ আজিজুল হক বলেন, হাজ্বী জনাব
আলী জামে মসজিদের মোয়াজ্জেম এর উপর হামলার ঘটনায় স্থানীয়
জনতা সজীব কে আটক করে রাখে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে
উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে সজীব কোনো সংগঠনের
সাথে জরিত কিনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।