জাহিদুল ইসলাম মেহেদী,বরগুনাঃ-
বরগুনা সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের কদমতলা টু নয়া
বাজার রাস্তায় দির্ঘ্যদিন ধরে তিনটি বড় বড় গর্ত হয়েছে। এ রাস্তা
দিয়ে নিত্যদিন চলাচল করতে গিয়ে গর্তে পড়ে সিমাহীন দূর্ভোগের
শিকার হন হাজার হাজার পথচারিরা । প্রতিদিন অটোরিক্সাসহ
নানামূখি যানবাহন এ গর্তে পড়ে বড় ধরনের দূর্ঘটনার শিকার হচ্ছে।
স্থানীয় জন প্রতিনিধিরা দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছেন ।
যেনো তাদের কোন দায়ভার নেই। শেষে ওই এলাকার আতিকুজ্জামান বাবুর
নেতৃত্বে ২০/২৫ জনের একদল তরুনের উদ্দ্যোগে নিজস্ব অর্থায়ন এবং
পরিশ্রমে মাটি কেটে গর্ত তিনটি ভরাট করে দিয়ে চলাচলের
উপযোগী করে দেয়া হয়। এ মহৎ উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন
এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এ ব্যপারে আতিকুজ্জামান বলেন,
আমি কোন নির্বাচনে অংশ গ্রহন করার জন্য এ কাজটি করিনি।
বিবেকের তাড়নায় এলাকার মানুষের কষ্ট লাঘব করতে আমি আমার
বন্ধুদেরকে নিয়ে এ কাজটি করেছি। এ জন্য সাধারন মানুষের কাজ
থেকে একটু দোয়া ও ভালোবাসা পেলেই আমি ধন্য।ৃ