মোঃশরীফ হোসেন, জেলা প্রতিনিধি:-
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হাজীগঞ্জে মাসব্যাপী দাওয়াতী কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার বাদ জোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্বঃমো. মোরশেদ আলম।দোয়া ও মোনাজাত পরবর্তী সর্বস্তরের জনসাধারনের মাঝে দাওয়াত পত্র বিতরণ কার্যক্রম শুরু করেন নেতৃৃবন্দরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখা নেতৃবৃন্দ বলেন , প্রচলিত শাসন ব্যবস্থার অসারতা এবং ইসলামী শাসনের অনিবার্যতা তুলে ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মাসব্যাপী দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর পীর সাহেব চরমোনই’র আহবান (দাওয়াত পত্র) প্রতিটি ঘরে ও প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়া হবে।
এ বিষয়ে নেতৃবৃন্দ জানান, গণমানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। আগামি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর প্রার্থীকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে শান্তি ও সমৃদ্ধির পক্ষে অবস্থান এবং দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির লক্ষ্যে দেশের সর্বস্তরের মানুষকে ইসলামী আন্দোলনের পতাকাতলে ফিরে আসার জন্য তিনি আহ্বান জানান নেতৃবৃন্দ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী আন্দোলন হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আগামি জাতীয় নির্বাচনে হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকায় ইসলামী আন্দোলনের প্রার্থী জননেতা হাফেজ মো. শাহদাত হোসেন প্রধানীয়া। সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম মাষ্টার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোঃ হোসেন ভুইয়া, সদস্য শাহজান মিজি, রফিকুল ইসলামসহ উপজেলা, পৌর ইসলামী আন্দোলন, যুব ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।