ফরহাদ হোসেন,
স্টাফ রিপোর্টারঃ
ঢাকার আশুলিয়া থানার শ্রীপুরে যাত্রীবাহি বাসে ডাকাতির ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও সস্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে বাস যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইলফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে পালিয়েছে। ডাকাতির কাজে বাঁধা দেওয়ায় ডাকাতরা বাসের চালকে ছুড়িকাঘাতে হত্যা করে, এছাড়াও ডাকাতদের হামলায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, নিহত শাহজাহান মিয়া (৪০) বাস চালক ছিলেন। সে টাঙ্গাইল জেলার সদর থানাধীন চরজানা গ্রামের বিমান মিয়ার ছেলে। অপরদিকে গুরুতর আহত বাসের হেলপার বাদশা মিয়া (৪২) একই জেলার সদর থানাধীন বিশ্বাস বেতকা গ্রামের মৃত ছানোয়ার মিয়ার ছেলে। আহত সুপারভাইজার শহিদুল খান একই জেলার নাগরপুর থানার পাছিতা গ্রামের মৃত ইবাদত খানের ছেলে।
থানা পুলিশ জানায়, ইনসাফ পরিবহনের ধলেশ্বরী নামে একটি যাত্রীবাহী বাস মঙ্গলবার ভোররাতে টাঙ্গাইল থেকে ঢাকা আসারর পথে বাসটি নবীনগর চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় পৌছালে বাসের ভিতরে যাত্রীবেশে থাকা ডাকাত দলের সদস্যরা যাত্রী সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় সকল যাত্রীকে সিটের সাথে বেধে রেখে নগদ টাকা মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটপাট করে। এঘটনায় বাসের বাসের চালক শাহজাহান মিয়া বাধা দিলে ডাকাতরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে এবং হেলপার ও সুপারভাইজারকেও পিটিয়ে গুরুতর আহত করে। পরে বাসটি মহাসড়কের পাশে ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোররাতে টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসে ইনসাফ পরিবহনের ধলেশ্বরী (ঢাকা মেট্রো ব-১১-৬৪৪৬) নামের বাসটি। পথে মির্জাপুর এলাকা থেকে যাত্রীবেশে তেরো জন ডাকাত বাসে ওঠে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে বাসের যাত্রীদের সবকিছু লুটে নেয় ডাকাতরা। বাঁধা দিতে গেলে ডাকাতরা বাসের চালককে ছুড়িকাঘাতে হত্যা করে হেলপারকে ও সুপারভাইজরকে গুরুতর আহত করে বাসটি ফেলে রেখে চলে যায়।
পরে ডাকাতির বিষয়টি স্থানীয়রা থানায় জানালে ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করে থানায় আনা হয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় বাসের হেলপার বাদশা মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং সুপারভাইজার শহিদুল খানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত বাস চালকের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এঘটনায় আশুলিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হবে।