ঝালকাঠি সংবাদদাতাঃ- জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঝালকাঠিতে
মানববন্ধন করেছে জাতীয় শ্রমিক লীগ। ডিসি অফিসের সামনের
সড়কে বৃহস্পতিবার অনুষ্ঠিত ঘন্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন
শ্রমিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনকালে জেলা
শ্রমিক লীগের যুগ্মআহ্বায়ক মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে জেলা
আওয়ামী লীগের সাধারণ সাংগঠনিক সম্পাদক তরুন কুমার কর্মকার,
জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা মৎস্যজীবী
জেলে শ্রমিক লীগের সভাপতি মোঃ বারেক সিকদার, দোকান কর্মচারী-
শ্রমিক লীগ সভাপতি রমেশ সাওজাল, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের
সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন প্রমুখ বক্তৃতা করেন। বক্তরা জঙ্গিবাদ ও
সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকসহ সকল পেশাজীবীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ
গড়ে তোলার আহ্বান জানান।